আরে শেষে দেখতেছি ছেড়ে গেছে মাত্রা !
প্রস্তাব পাঠালেন দীননাথ বাত্রা !
বিদ্যা ভারতী শাখে গুরু তিনি নাট্যের !
পাঠালেন পাঁচ পাতা প্রস্তাব পাঠ্যের ।
কে এক রবীন্দ্র নাকি লিখে গেছে বই তে
সে সব শেখাতে হবে ? -- পারবো না সইতে ।
জাতীয়তাবাদ আর নাকি মানবতাবাদ !
বরবাদ পাঠকের !! -- সিলেবাসে দাও বাদ !
মেনে নাও চোখ বুজে , বলেছে যা কোঠারী !
তুলনা টা কোথা পাবে , বলো দেখি তাহার ই ?
' সুলাহ্ - ই - কুল ' নীতি নাকি করে গেছে আকবর;
অর্থটা বুঝে নিতে বলেছি তো পর পর ।
আল্লার কাছে নাকি আছে একই জায়গা !!
ধর্মটা যাই হোক ঠাঁই একই পায়েগা !!
এ আবার কী কথা ? --শুনে লাগে অদ্ভুত !!
সিলেবাসে চাইনাকো থেকে যাক্ কোনো খুঁৎ !!
" হাম্ কো মালুম হ্যায় জন্নৎ হকিকৎ
লেকিন , ব্যাপারটায় গালিবের একি মত !!
বলেছেন , নাকি খুশ রখ্ নেকো দিলকো
অচ্ছে খয়াল ইয়ে "!! -- পাকড়াও উস্ কো !!
বাদ দাও হাবি জাবি পাঠ্যের তালিকায় ।
পাগলেতে কী না বলে ; ছাগলেতে কী না খায় !!
দেখছো না বাঙ্গালী , খায় ধ'রে মৎস্য !
কৃষ্ণের অবতার জানো না কি বৎস ?
অতএব মেনে চলো আমরা যা বলছি ।
ল্যাজ ধরে চলে আসো যে পথেতে চলছি ।
এতো করে বলছি যে , মানছো না কথাটা ।
পারবে না ভুলে যেতে ঠ্যাঙ্গানির ব্যথাটা !!