ভোট এলে খই ফোটে নেতাদের মুখে ।
মাস দুই মাইকেই ; ব্যাজ আঁটা বুকে
নাওয়া নাই , খাওয়া নাই বক্তিমে চলে ।
ভোটাররা মহা পাজি ! তবু নাহি গলে !!
রোদে ঝামা দেহখান , ভিজে জামা ঘামে,
আলজিভ-বক্তৃতা তবুও কি থামে !!
এই দেবো । সেই দেবো -- খা না কত খাবি !
দিল্লীর নেতা এলে কলকাতা যাবি ?
রেলগাড়ি চড়ে যাবি , ভাড়া লাগবে না,
রেলটাকে ভেবে নে না , পার্টি থেকে কেনা !!
কাল নয় গিয়েছিলি কংগ্রেসী হ'য়ে ,
টি এম সি আনিয়াছে আজ ব'লে ক'য়ে ,
কাল নাকি সিপিএম ডেকেছে আবার
ডিম -পাঁউরুটি দেবে -- দুপুরে খাবার !!
অতএব আসা চাই -- ময়দান ভরো ।
প্রেসদের অনুরোধ , কভারটা কোরো ।
তোমরাই মাই বাপ , তোমরাই পারো ,
তাক বুঝে ছবি তুলে দেখাও না কারো
যাতে ক'রে মনে হয় , ভরা ময়দান !
এবারেও ভোটে যেন থাকে মোর মান !!