কিছু বই আমি দেবোনা তো কাউকেই
পোকাতে কাটুক , পাতা ছিঁড়ে গেছে - যাক
সোনার জলের বাঁধানো আখর মলাটের কোন কালে
ধুয়ে মুছে গেছে --যাক !
মাকড়সাদের জালে
আলমারীটার থাকগুলো ঢেকে যাক !
ঝুরঝুরে পাতা- বুড়ো হয়ে গেছে !
তবু কাছে আছে !
কাছে থাক !
ওরা বেঁচে আছে !
যদিও পঠিত ;তবুও এখনো নবীন কত !
প্রতিদিন ওরা ঊষা এনে দেয়, কুসুম প্রস্ফুটিত ,
প্রতিনিয়ত ই নব সঙ্গীতে ঘুম থেকে ডেকে তোলে
ওদের কণ্ঠ কখনো কি বল , থাকিতে পারি সে ভুলে ?
পরিচিত কথা , সুহৃদ কবিতা,কাহিনী চিরকালের
হাসি-কান্নার কত যে প্রকার , কত যে রকম ফের --
আমার নিত্যসঙ্গী ; তখন হয়তো আমার দশ --
বন্ধুরা সব এখন প্রৌঢ় , হয়তো বা বুড়ো - হয়ে আছে পরবশ !!
তবুও কখনো ,যদি একমনে পাতাগুলো উল্টাই
ভালোবাসাগুলি প্রতিটি ছত্রে
পত্রে তাদের পাই !
মহান কবিতা , চিন্তা মহতী জীবনে পরীক্ষিত
খাতার পাতায় রয়েছে তো জানি কত যে লুক্কায়িত !
সময় বইছে নদীটির মত
সদাই প্রবহমান !
কত বন্ধু তো স্রোতে ভেসে গেছে
নিয়ে রাগ অভিমান;
অগণিত সখা চলে গেছে ফেলে বিচ্ছেদ হেনে প্রাণে
পুস্তক জানে বুক ভরে দিতে
তার অকাতর দানে ।
মনেতে জাগাতে প্রফুল্লতার খোঁজ মেলে পুস্তকে
পুস্পস্তবকে প্রতিটি কুসুম ঝরায় সে মস্তকে
কণ্ঠে যে তার আশিস-গীতির রয়েছে মধুর ছন্দ
প্রীতি-পত্রের ছত্রে ছত্রে অপরূপ রঙ গন্ধ !!
বই-এর মতো এমন বন্ধু এক বই দুই নাই !!
শুধু দিতে জানে-- তোমার যা চাই --
এহেন কোথায় পাই !!
আমরা ই যারা বই ভালোবাসি
আমরা ভাগ্যবান !
মন দিতে পারি আকাশে উড়িয়ে
নদীতে বওয়াতে প্রাণ !!
( রাস্কিন বণ্ডের মূল কবিতাটির ধারে কাছে যাওয়া যাবে না জানি তবুও চেষ্টা করলাম)