কবিতা


অন্ধকারেই তোমার কথা মনে পড়ে।
নির্জন দুপুর কিম্বা নিশুতি রাত
হঠাৎ করে ইলেকট্রিকটা চলে গেলে
ভনভন করে ঘোরা পাখার
শব্দটা যখন কানে আসে না
টেবিলের ওপর হাজার ফাইলের স্তূপ
হঠাৎ উধাও করে
তোমার আবির্ভাব।
একাকী সাহসিকা অপ্সরা হয়ে
ধ্যানভঙ্গ করতে ছুটে আস
অনেক অনেক গভীর অন্ধকারে।
কিম্বা হঠাৎ করে শীতলতা
ছড়িয়ে দাও আমার শরীরে
একটা হিম করে দেওয়া সর্পিল গতি।
ইচ্ছে করে সবসময় তোমায়
বুকে জড়িয়ে রাখি
কিম্বা আমার সুখ-দুঃখ,
অনুভূতি, উষ্ণতা সব তোমায় দিয়ে
বন্দী করি আমার খাঁচায়।
রাতের গভীরে প্রেমিকের ঠোঁট
কামড়ে ধরায় মতোই
তোমায় আঁকড়ে ধরি এক‌ই উষ্ণতায়।
কিম্বা গভীর বিরহে
আস তুমি মান ভাঙাতে
আমার প্রিয়তমের মতো
সেই স্পর্শ, উষ্ণতা আর ভালোবাসা নিয়ে।
তখনই কাগজ কলমের অমর সঙ্গমে
সৃষ্টি হয় তোমার……