কতবার ফাল্গুনী ফাল্গুন
ভুলে গাণ্ডীব ধরেছে তোমার জন্য,
কত পর্নমোচী আবার নতুন
করে গজিয়েছে কিশলয়
তোমার আহ্বানে।
কত বাতি জ্বলে উঠেছিল
তোমার আগমনের বার্তায়।
পাশের বাড়ির কার্নিশে
কপোত কপোতী বিষণ্ণ মুখে
চেয়ে থাকে আমার জানালায়—
পরাগ রেণুর মিলন
আজও অসম্পূর্ণ
সেই প্রজাপতির বিরহে।
হাজার হাসির মাঝে ফাল্গুনী
আজও বদ্ধপরিকর তার গাম্ভীর্য
ধরে রেখে গাণ্ডীব হাতে
নামতে রণভূমে—
হাজার পর্ণমোচী আজও সব
পাতা ঝরিয়ে অপেক্ষায়—
নতুন পাতায় কে করবে
নবীন বরণ।
চোখ দুটো আটকে আছে
ট্রাফিক সিগন্যালে
লাল বাতি আর সবুজ হয় না
জানি না কার অপেক্ষায়—