পথ চলা মোর হাজার পথে
কোন সে বাঁকের পরে
দেখেছিলেম তোমার আঁখি
কোন কালবোশাখীর ঝড়ে।
করুণ দুটি ভীরু আঁখি
আজও আমায় ফিরে ডাকি
চুপিচুপি কয়—
আর কি আমার কথা
তেমন করে মনে হয়?
কোন সে বছর তোমার হাতে
হাতখানি মোর লাগলো যবে
একটু ছোঁয়ার পরশখানি
আজও কি মনে হয়?
আবার মোর পথ চলাতে
হয়নি দেখা পিছন ফিরে
পথের বাঁকে দাঁড়িয়ে ছিলে
একটুখানি দেখার তরে।
আরো কতক বছর পরে
ফিরে এসে পথের ধারে
তোমার দুটি করুণ আঁখি
আজও কি অপেক্ষা করে?
তোমার কাছেই মোর স্বপনের
ফুলগুলি শুধু সাজিয়ে রাখা,
তোমার বুকের উষ্ণ পরশ
মোর প্রেমেরই রাগে মাখা।
বছর পরে তোমার সাথে
দাঁড়িয়েছি সেই তোমার পাশে
পথের বাঁকে থেকো তুমি—
আবার যদি কালবোশাখী আসে।