তোমার আরব সাগরের ঢেউ
দাও আজ আমার প্রানে লাগিয়ে।
কোনো এক সন্ধেবেলায়
হয়ে যাব আমি
সাগরিকা।
ভেজা চুল নিয়ে সিক্ত বসনে—
হয়তো মোহময়ী হব না
তবু চুল থেকে ঝরতে থাকা
জল বিন্দু বিন্দু করে
ভেজাবে আমার বক্ষ,
কোনো এক উপলে
আছড়ে পড়বে শত শত ঢেউ।


পা দুখানি খেলতে থাকবে
তালে তালে,
মাতাল হয়ে বইতে
থাকবে হাওয়া,
আকাশটাতে জ্বলে উঠবে
হাজার প্রদীপ,
চোখ বুজে আমি পান
করব সুধা-
হাজার খুশির আলোয়
ভরে ওঠবে চারপাশ।
আমার শরীরের শিহরণ—
কেঁপে ওঠা আমার ঠোঁট—
তোমার স্পর্শে পূর্ণতা পাক—