আমন্ত্রণ জানালে আসে না তারা
জোরাজুরির কিছু নেই জেনেও
বেহায়ার মতো  দরজায় কড়া নাড়তে থাকি
ঘর অন্ধকারে ডুবে গেলে
আরশোলার মতো উড়ে বেড়াতে থাকে তারা


ঘুম ঘুম চোখে যে উপন্যাস রচিত হয় রাতভর
তার কোন আখ্যান বিন্যাস আমার দ্বারা সম্ভবপর হয়ে ওঠে না