আনন্দ নিয়ে চলে যা, বন্ধু!
আজ সূর্য কুয়াশার কাঁধে বসে হাসছে
হীরের টিপ পরে সেজেছে নীল আকাশে।
আমাদের রাস্তা আজ স্বপ্নময় ভোরের ভেজা মাঠ, সবুজ আর
শিশিরস্নাত আশ্চর্যের হাতছানি। কোনো ট্রেনের ঘড়ির টিকটিক শব্দ
আমাদের কানে আসে না, কোন ট্রামের বেলের ডিঙডিঙ নেই।
শুধু ঘাসের ফিসফিস ও কোকিলের ডাক
যেন দুটো কানে দুটো গোপন রহস্য ফাঁস করে যায়।


চলে যা বন্ধু,
কাঁচল পরা মেঘের নৌকায় চড়ে,
ঐ যে ভাসছে আকাশের নদীতে, গন্তব্য
নতুন কোনো দ্বীপ। সেখানে গুচ্ছ গুচ্ছ ফুল ফুটে আছে,
সব
রঙের, একটার গন্ধ অন্যটার গন্ধকে চেনে না,
একটার রূপ অন্যটার রূপকে ধার দেয় না।
সেখানে বাতাস মেঘের চুম্বন নিয়ে ফিরে আসে, নীরব নাচের তালে,
কখনো গল্প শোনাবে, কখনো গান গাইবে।


চলে যা বন্ধু, সেখানে
সময় পাখি হয়ে উড়ে যায়, ঘড়ির কাঁটাগুলো
ফুলের পাপড়ি হয়ে ঝরে পড়ে। সেখানে
দুঃখ নেই, শুধু আনন্দ আছে, এক জলপ্রপাতের
মতো ঝরে, এক ঝরণার মতো গুনগুন করে।


চলে যা, এই পৃথিবীর পাগলামি তোকে ছুঁতে পারবে না।
চলে যা, স্বপ্নের দেশে, যেখানে আমরা আবার দেখা করব।


চলে যা বন্ধু,
আনন্দ নিয়ে চলে যা!