আহ! আমি সহজে নষ্ট হয়ে যাই, প্রিয়...


আমার মধ্যে আছে এক নরম, মিষ্টি গন্ধ,
ফুলের মতো, চিনির খামিরের মতো,
কিন্তু তাই আমার অভিশাপ হয়ে থেকেছে,
আমাকে সহজে নষ্ট করে দেয় সবাই।


শিশুর হাতে পুতুল হয়ে,
আমি হারিয়েছি চোখ, হাত, পা,
আদরের ঝাঁকুনিতে ছিঁড়ে গেছে গা,
কিন্তু কোনো অভিযোগ নেই,
কারণ শিশুর হাসিই আমার সার্থকতা।


মিষ্টির দোকানে মিঠাই হয়ে,
আমি দেখেছি লোভী চোখ,
আঁচড়ে টানা হাত, মুখে লেগে যাওয়া আঙুল,
আমি গলে গেছি, মিষ্টি হয়ে মিশে গেছি,
কিন্তু অভিযোগ নেই,
কারণ মিষ্টির স্বাদ দেওয়াই আমার কর্তব্য।


ফুলের মালায় গাঁথা হয়ে,
আমি সাজিয়েছি কারো বুক,
কিন্তু রোদে পুড়ে, বাতাসে ঝরে,
আমি হয়ে গেছি শুকনো, নিষ্প্রাণ,
কিন্তু অভিযোগ নেই,
কারণ সুন্দর করে সাজানোই আমার কাজ।


আমি জানি, আমি সহজে নষ্ট হয়ে যাই, প্রিয়,
কিন্তু আমার নষ্ট হওয়াটাই তো মানুষের আনন্দ,
তাদের হাসি, তাদের স্বাদ, তাদের সাজ।


আমার অভিশাপই আমার আশীর্বাদ,
নষ্ট হয়েও আমি ছুঁয়ে যাই মনের কোণ,
আমি মিষ্টি স্মৃতির রেশ,
আমি ফুলে ফুলে ফোটা সুন্দর।


তাই আমি নষ্ট হয়ে যাই, প্রিয়,
কিন্তু আমার নষ্ট হওয়াটাই তো জীবনের স্বাদ।