মানুষের জন্য এখন সবচেয়ে জরুরি বিবেক
কর্মের জন্য সবচেয়ে জরুরি বিচার
আর আমার ভগ্ন আত্মার জন্য
সেই অদৃশ্য করুণার স্পর্শ।
অবিচারের তপ্ত বালুকণায় দগ্ধ হচ্ছি আমরা তিনজন
যেন নির্বাসিত নক্ষত্র।
মানুষকে বাঁচালে
মানুষ আবার করুণার প্রতিমূর্তি।
কর্মকে বাঁচালে
কর্ম আবার ন্যায়ের নির্ঝর।
আমাকে বাঁচালে
পাপের কুয়াশায় জ্ঞানের প্রদীপ জ্বেলে ভগ্ন আত্মায় সংস্কারের কাজ
অহংকারের জঙ্গল ছেঁটে নতুন বীজ বপন, সিঞ্চন-যতন,
ক্ষমার বসন্তে যেন ফুটে ওঠে প্রেমের কুসুম মনের গহনে গহনে।
লোকচক্ষু তখন বিস্ময়ের আকাশে-
আ জীবন!
সেই ঘৃণার কাঁটাটা করুণার পদ্ম হয়ে ফুটল যে আবার।