ধনকুবেরের দরবারে ফিরে এলে কি মনে হয়?
ক্ষমতার পিরামিডে উঠতে গিয়ে হাঁপিয়ে উঠেছ?
মনে হয় এই অর্থের মহামারীতে হাত-পা ধুয়ে
নীরবতার আশ্রমে বসে থাকি?
মনে হয় লোভের লেন্স খুলে ফেলে চোখে পরি
মানবতার স্বচ্ছ চশমা?
বিকৃত সভ্যতা ঘরে এনে দেয় বিষাক্ততা, তার
ভেসে যাওয়া নৈতিকতায় নির্বাসন লাগে ভালো?
যদি তাই লাগে তবে ফিরে এসো। প্রতারণা, যাও।
কী-বা আসে যায়
লোকে বলবে তুমি ভ্রষ্ট, লোকে বলবে সমাজবিরোধী!