পাশের বাড়ির কালো প্রাণীটাকে আদর করতাম মনে করে ছাগল,
কিন্তু একদিন ঘাস দিতে গিয়ে দেখি, সে তো কুকুর, ঘেউ ঘেউ করে।
নদীতে দেখা জীবটাকে ডলফিন ভেবে তুলেছিলাম ছবি,
পরে জানলাম, সেটা আসলে শুশুক, আমাদের দেশের নদীর বাসিন্দা।
বাজার থেকে কিনে আনলাম টাকি মাছ ভর্তা বানানোর আশায়,
মা হেসে বললেন, "ওরে পাগলা, এগুলো তো চ্যাং মাছ!"
বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে যে দিদিকে জানতাম,
আজ দেখি সে মঞ্চে টপ্পা গায়, সুর ভেসে যায়।
যে কখনো ঘৃণায় স্মৃতিসৌধ-শহিদ মিনারে যায়নি,
সে নাকি এখন ওই স্মৃতিসৌধ-শহিদ মিনারের কেয়ারটেকার।
উলটোপালটা নাকি পালটাউলটো, কী যে হয়,
জীবনের এই নাটকে আমি হতভম্ব, বিস্ময়।
ভাবি, কখন নিজেকে বিজ্ঞ ভেবে করব ভুল,
এ কেমন সৃষ্টি যেখানে সব কিছুই অতুল!
ছাগল কুকুর আর মানুষ পাথর হয়,
জ্ঞান-বুদ্ধি হারিয়ে যায়, বাড়ে শুধু সংশয়।