স্বপ্নাতীত চৈত্রের এই দেশে সুবলেরে পাবে না কেউ খুঁজে আর, জানি;
ধর্মের কশাঘাতে শেষ হল সেই দিন — গিয়েছে যে শূন্য — বিষাদ ঘরে,
অথবা মুক্তির স্বাদ পেতে দেরি হবে কিছু কাল — বিশ্বাসের এই মাঠখানি
ভুলিতে বিলম্ব হবে কিছু দিন, এ দেশের কয়েকটি স্মৃতির তরে
নিঃশব্দ আর নিরাশায় সুবল চেয়ে রবে কিছু কাল অতীতের কোলে,
আর সে সোনালি স্বাধীনতা পাখা মেলে দূর থেকে আজো কি দেশের কুয়াশায়
ভেসে আসে? সেই অচেনা ভারতের পানে আজো চলে যায় প্রাণ সীমান্তের মতো হলে
ধর্মের কঠিন শিলায় মানবতার চোখ বিশ্বজনীনতার দিকে আজো চায়?
বিদায় হলে? বিবেক কি আজো বাঁধে না কি মনের নিবিড় ঘন ডালে,
আশা ভঙ্গ হয়ে গেলে আজো তারা উড়ে যায় স্বপ্নের অতীত বাতাসে –
কতো দূরে যায়, আহা… অথবা হয়তো কেউ ইতিহাসের ঝরাপাতা জ্বালে
মানবতার চিতায় — স্বপ্নগুলো উড়ে যায়… ঝরে পড়ে… মরে থাকে ত্রাসে –