এ বিজয় একদিনে আসেনি তো;
এ বিজয় এতো সহসা ধরা দেয়নি তো,
এ বিজয় বহু বাংলা মায়ের দামাল ছেলের
তরতাজা প্রাণের বিনিময়ে অর্জিত।
এ বিজয় বাংলা মায়ের শত সহস্র
অবলা নারীর ইজ্জতের বিনিময়ে অর্জিত।


খাকি পোষাকের মিলিটারিরা যখন খইয়ের মতো করেছিলো বন্দুক ও কামানের গুলি বর্ষণ,
তখন বাংলার দামাল ছেলেরা
নির্দিধায় বিলিয়ে দিয়েছিলো তরতাজা প্রাণ।
এখানে ওখানে প্রায় সব গ্রামে পাষণ্ডরা
ধরিয়ে দিয়েছিলো প্রলয়ংকারী আগুন,
আগুনের লেলিহান শিখায় চোখের সামনে
সব কিছু জ্বলেপুড়ে ছারখার।


অসভ্য বর্বরেরা এলোপাথাড়ি গুলি চালিয়ে
করেছিলো জঘন্য মানুষ মারার উল্লাস,
কম বয়েসি মেয়ে গুলোকে উঠিয়ে নিয়ে
ক্যাম্পে ক্যাম্পে করা হয়েছিলো রক্ষিতা।
তাদের লালসা মেটাতে একেকটা নারী
পরিণত হয়েছিলো এক একটা জীবন্ত লাশে।


সহজ সরল বাংলার দামাল ছেলেরা
বাংলার মাটি ও মানুষকে বাঁচাতে
মাথায় পড়ে নিয়েছিলো কাফনের কাপড়
নির্দ্বিধায় করেছিলো আত্ম-বলিদান,
বাংলা মাকে বাঁচাতে হয়েছিলো
ভয়ংকর গেরিলা যোদ্ধা।


সারি সারি লাশ আর লাশ
চারিদিকে কান্নার শোরগোল
আর প্রিয়জন হারানোর তীব্র আর্তনাদ।
থেমে থেমে শোনা যাচ্ছিলো
মিলিটারিদের দলবদ্ধ বুটের আওয়াজ।
থেকে থেকে গর্জে উঠছিলো
কামানের ভারী শব্দ,আর বারুদের তীব্র গন্ধ।


তখন কোন কিছু না বোঝা দুধের শিশুটিও
ভয়ে জোরে জোরে করেছিলো চিৎকার।
পরিবারের সদস্যদের বাঁচানোর জন্য
সেই কান্নার আওয়াজ থামাতে
মরিয়া হয়ে অসহায় মা শক্ত করে
চেপে ধরেছিলো কলিজার টুকরার মুখ।
চোখের সামনে শ্বাস নিতে না পেরে
তার আদরের দুলাল নিস্তেজ হয়ে পড়েছিলো নিঃশব্দে।


বুকের ধন নিজ মায়ের হাতে খুন হয়েছিলো
সময়টা ছিলো কত করুণ,কতো নৃসংস।
সন্তানের নিথর দেহ বুকে নিয়ে
অসহায় মায়ের রাত্রি পার হয়েছিলো
কি ভয়াবহ নরক যন্ত্রণায়।
কত শত বিরঙ্গনা সর্বস্ব খোঁয়ায়ে
দেহে শেষ রক্ত বিন্দু থাকা অবধি
লড়েছিলো আমৃত্যু পর্যন্ত।


হায়েনার দল বাংলা মাকে রক্তের বন্যায়
ভাসিয়ে দিয়েছিলো অবিরত।
লাশ গুলোকে শুকুনে খুবলিয়ে খাওয়ার পর
শুধুই কঙ্কাল গুলো পড়েছিলো বিক্ষিপ্ত।
জানোয়ারের দল চেয়েছিলো পৃথিবীর মানচিত্রে
বাংলার যেন ঠাঁই না হয়,
বাংলা যেন পরাধীনতাকে জয় করে
স্বাধীন রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাড়াতে না পারে।


কিন্তু তা হয়নি, হতে দেয়নি
বাংলার সাহসী মায়ের বীর সন্তানেরা।
বহু আত্মত্যাগের বিনিময়ে বহু অপেক্ষার পর আজকের এই বিজয়ের উল্লাস।
আজকের এই বিজয়ী ১৬ই ডিসেম্বর
এ বিজয় এমনি এমনি হয়নি তো;
এ বিজয় একদিনে আসেনি তো,
এ বিজয় সহসা ধরা দেয়নি তো।