একটা পাহাড় কিনবো আস্ত একটা পাহাড়!


নীরবতা ভেঙে গভীর অরন্যে
পাহাড় কেটে আস্ত একটা বাড়ি গড়বো!
পর্ণমোচীর বন পেড়িয়ে
দূর পাহাড়ের বাঁশ বাগানে,
ঐ ভরা পূর্নিমার চাঁদ দেখবো!
আস্ত একটা পাহাড় কিনবো!


দূর মশালের আলোয়
তোমার ফুলকচি বদন মুখ দেখে;
পানসের নেশার মতো বুদ হয়ে রবো,
জ্ঞান ফিরলে আবারো নিমোনিক হবো!
আর পূর্নিমার ভরা চাঁদের আলোয়
মর্তের পরির রূপ অপলক চেয়ে
আমি নির্বাক হবো।


আস্ত একটা পাহাড় কিনবো!
আমি পানসের নেশায় বুদ হবো,
ঘোর কেটে গিয়ে আবারো নিমোনিক হবো!
একটা পাহাড় কিনবো আস্ত একটা পাহাড়!