নতুনের খোঁজে সারা পৃথিবী খুঁজিয়া বেড়াই
যেথায় দেখি সেই পুরাতন নতুন কিছুই নাই।
নতুন কেবল পুরনো দিনের এক জমানো আশা
প্রথম দিন ফুরালে চির পুরাতন একবুক হতাশা।


নতুন বলে হয় না কিছু, নতুন কেবল মনের আলো
মনের প্রদীপ অস্তমিত হলে,  সেই পুরাতন কালো!
রূপকথার গল্পের রাজা স্বপ্ন ফুরোলেই শেষ
নতুন কেবল রূপকথার রাণী স্বপ্নে নিরুদ্দেশ!


আশায় বাঁচে নতুন ভেবে আসলে নতুন নয়
পুরাতন শেষ নতুনের শুরু মিছে থাকে অভিনয়।
মনের ফ্রেমে বন্দি থাকা বছর শুরুর দিন
আশায় বাঁচুক ইচ্ছে গুলি আগামী হোক রঙ্গীন।