আমারও ছিল স্বপ্নে ঘেরা জোছনায় মোড়া রাত
আমারও ছিল আলোয় আলোকিত এক প্রভাত
আমারও স্বপ্ন বেঁধেছিল বাসা হৃদয় বীণার তারে
আমার কথায় প্রাণ পেয়েছিল তোমার কণ্ঠস্বরে।


আমারও ছিল বিকেল বেলা খুশিতে মোড়ানো দিন
আমারও ছিল আবেগ মাখানো দিন গুলি রঙ্গীন
আমারও ছিল বৃষ্টি ভেজা রোদ ঝলমল দুপুর
আমার হৃদয়ে ঝড় তুলেছ তোমার পায়ের নূপুর


আমারও বাইক ছুটত পথে তোমায় বসিয়ে নিয়ে
শহর নগর পথ ঘাট কত নদী নালা পেরিয়ে
আমিও খেয়েছি পার্কের হাওয়া কোন সন্ধ্যায়
আমারও হৃদয় প্লাবিত হতো খুশির বন্যায়।


আমার স্বপ্ন মেলেছে ডানা নীলাভ আকাশের গায়ে
আমার স্বপ্ন লুটিয়ে পড়েছে তোমার রাঙ্গা পায়ে।
আমার স্বপ্ন আহত এখন তোমার আঘাতের ফলে
ভাঙ্গা নৌকা ডুবতে চলেছে অথৈ সাগর জলে।
                       -:-:-:-:-:-:-:-