দেখতে দেখতে কখন যেন কেটে গেছে বারোটি বছর।
চলে গেছে দুটি লোকসভা বিধানসভা পঞ্চায়েত নির্বাচন।
অনেক চড়াই উৎরাই পার করে দাঁড়িয়েছি তপ্ত মরুর বুকে
চারিদিকে হতাশা আর দীর্ঘশ্বাস যেন দম বন্ধ হয়ে আসছে !


নদীনালা সমুদ্র দিয়ে প্রবাহিত হয়েছে অনেক ঘাটের জল।
বারোটি বছর পার করেও আমরা এক জায়গায় অবিচল।
শত বঞ্চনা লাঞ্ছনা সহ্য করে বসে আছি সুদিনের আশায়।
আশার আলো হয়নি আলেয়া বেড়েছে একাধিক হতাশা।


দিনের পর দিন চলে যায় বাড়ে নানান নতুন কাজের চাপ।
ক্রীতদাসের ন্যায় মজুর অনেক জীবনে বাড়ছে পরিতাপ।
কেটেছে কেমন বারোটি বছর কোথায় কেমনে করছি বাস।
ধ্বংসের পথে ধাবিত বেকার দেখেছি শত যুবকের সর্বনাশ।


ভোট আসে ভোট যায় মিথ্যা প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়।
প্রতিশ্রুতির মৃত কঙ্কাল গুলি ঝরাপাতার মতই ঝরে যায়।
নেই নেই শত মিলিত ধ্বনির সমাহার চারিদিকে শুধু নেই।
নেই কারখানা নেই কর্মসংস্থান জীবন ধারণের কিছু নেই।


দুচোখ জোড়া স্বপ্নসায়র চিরনিদ্রায় শায়িত সেই শিয়রে।
প্রদীপ হাতে আসেনি আলাদিন স্বপ্ন হারাদের ঐ দুয়ারে।
কাজ করে চলি পেটের দায়ে জমছে কালি চোখের ধারে।
আশাহত এখনো হতাশার দল সেই বারোটি বছর পরে।
                        -::- -::- -::- -::-