আবীর যেন ছড়িয়ে আছে আকাশের মাঝ খানে
দুর নিলীমার রং যেন আজ আমায় কেন টানে ?
আকাশের বুকে ফিরে ফিরে চাই দেখি তার রূপ
কে যেন এঁকেছে রং তুলি দিয়ে দৃশ্য অপরূপ।


ছড়িয়ে আছে রঙের ছটা মেঘের মাঝে মাঝে
গড়িয়ে গোধূলি বেলায় দুর নীলিমায় সাঁঝে।
দেখে প্রকৃতির রূপের মাধুরী মন হয় উতলা
মেঘের মাঝে গোধূলির আলো স্নিগ্ধ সাঁঝের বেলা।


পথে যেতে যেতে ফিরে ফিরে চাই গাছের ডালে
ফুল গুলি আজ ফাগুন হাওয়ায় নীরবে দোলে।
সজীব ফুলের পাঁপড়ি হাজার দুলে দুলে ডাকে
প্রকৃতির প্রাণ প্রিয় রূপ কি করে ফেরাবো তাকে!
                 -:-:-:-:-:-:-