চির প্রভাতের রবি তব বিচরণ জীবনের প্রতি পাতায়
চলার পথে যা কিছু প্রয়োজন বন্দি করেছো খাতায়
চলে গেছো তুমি এক পৃথিবী শব্দের ডালা রেখে
বিশ্বভুবন জয় করেছো শুধু শব্দের মালা গেঁথে।


প্রভাতী আলোয় গোধূলি বেলায় মাঠের সবুজ বনে
নীরবে এঁকেছ প্রকৃতির রূপ নিরালায় একাকী মনে।
বৃষ্টিমুখর বাদল দিনে একেছো বর্ষা কালের ছবি
শীত প্রভাতের রঙ্গীন আলোয় আলোকিত পৃথিবী


দৃষ্টি এড়িয়ে যায়নি তোমার, পৃথিবীর পুলকিত রূপ
প্রকৃতির মাধুরী পাণ্ডুলিপিতে সাজিয়েছো অপরূপ
প্রেম প্রকৃতি রঙ্গ রসনায় ডুবেছে আট হতে আসি
মজেছে প্রেমে শব্দে ছন্দে আনন্দে সারা বিশ্ববাসী।


পৃথিবীর যত রূপ রস তোমার পাণ্ডুলিপির মাঝে
বিশ্বের দুঃখ হাসি বইয়ের বক্ষে সাজানো আছে।
তোমার অঞ্জলী গীতাঞ্জলি আঁধারে আলোর ছবি
তব চরণে আমার শ্রদ্ধার্ঘ্য, হে চির পূজনীয় রবি।
                     -:-:-:-:-:-:-:-