সুখ কোথায় বলতে পারো ধ্বংসের আগুন জ্বেলে
ধ্বংসের সুধা পান করো কেন সৃষ্টির সুধা ফেলে ?
কেন খুনোখুনি পাশাপাশি দেশে কেন যুদ্ধ লড়াই
বুঝিনা কিসের দম্ভ রে ভাই,  কিসের এত বডাই ?


কত অসহায় অকারণে মরে কেউ কি খবর রাখে
যুদ্ধ নামক মারণ খেলায় কেউ কি কাউকে দেখে।
অকারণে তাই মারে আর মরে চোখে রক্তের নেশা
ধ্বংসের ভুত মাথার পরে ঘোরতর অমানিশা।


কত নিরপরাধ ধুলায় লুটায় কত প্রাণ ঝরে যায়
ওগো রক্তপিপাসু বীরযোদ্ধা তোমার কি হৃদয় নাই
কখনো তোমার কাঁদেনা হৃদয় রক্তের নদী দেখে ?
লাখো নিরিহের তাজা রক্ত তোমার হাতে মেখে।


যুদ্ধ কোথায় শান্তি দিয়েছে বলতে পারো কবে ?
বলো তবে কেন খুনোখুনি, এত যুদ্ধ কেন তবে ?
কত শিশু পিতামাতা হারা, প্রাসাদ ধুলায় মলিন
সন্মুখ সমরে শান্তি উধাও, সুখ চিরতরে বিলীন।


কত পরিবার ভিটে মাটি ছাড়া সর্বশান্ত নিঃস্ব প্রায়
মর্মর ধ্বনি বাতাসে বাজে, হৃদয় ভরে বেদনায়
অতীতের ভুল বহন করে হিরোশিমা নাগাসাকি
পূর্ব পুরুষের ভুলের থেকেও শিক্ষা নেবো নাকি ?


খুনের পরে খুন বয়ে যায় লাশের উপরে লাশ
লাখো নিরীহ মানুষের উপর জাহান্নামী সন্ত্রাস।
সোনার দেশ শ্মশান হয় যুদ্ধের হয়না অবসান
সৌধ ভেঙ্গে বানাও শ্মশান তোমাদেরই অবদান।


জীবনের আয়ু খুব বেশি নয় কেন বিদ্বেষ তবে
স্বাস ফুরালে দুনিয়া আঁধার, পৃথিবীই পড়ে রবে।
চাইনা আর রক্তের নদী বাঁধ মানেনা অশ্রু কণায়
ওহে যুযুধান যুদ্ধ থামাও, যুদ্ধ নয় আর শান্তি চাই।
                -:-:-:-:-:-:-:-:-:-: