জলে জীবন জলে মরণ জলের উপর বাস
জলের উপর নৌকা বাড়ি বসত বারো মাস।
মাটির বুকে জোটে না এক টুকরো আবাস।
মাটির অধিকার বঞ্চিতা বিধাতার পরিহাস।


গ্রীষ্ম বর্ষা শীত ও বসন্ত হেমন্ত শরৎ কালে
সারা বছর দুঃখ সুখে নীল দরিয়ার জলে।
অসুখ বিসুখে গাছের শেকড় খাদ্য নদীর মাছ
শীতে ভরসা ছেড়া বস্তা বরষায় বৃহৎ গাছ।


মাটির বুকে জোটে না তবুও এক চিলতে মাটি
মৃত্যুর পরে ভাসায় জলে জড়িয়ে বাঁশের খাঁটি।
জীবন যন্ত্রণাময় এই পৃথিবী সবার জন্য নয়
যাযাবর ঘুরে নদী পথে, সঙ্গী কেবল মৃত্যুভয়।
                  -:-:-:-:-:-