ক্ষুধার্ত মানুষ চাইনা বিভেদ, দিনের শেষে শান্তি চাই
কথায় কথায় বিভেদ ছড়ায়, এই পৃথিবী তাদের নয়।
ভাত কাপড়ের ধর্ম কোথায় রক্ত পানির হয়না জাত
বাতাসের কি ধর্ম আছে ? মানুষের মাঝে কেন তফাৎ।


কেন ভেদাভেদ মানুষে মানুষে, মানুষ নয়তো পশুর ন্যায়
লজ্জা কি তুমি পাবেনা বন্ধু পশু যদি কখনো মানুষ হয়।
পশু যদি তোমায় মানবতা শেখায় অবাক হবেনা বন্ধু
পশুর চেয়ে হিংস্র মানব, পশুর হৃদয়েও করুণা সিন্ধু।


আর কতদিন স্বার্থের টানে নরক বেয়ে নামবে নিচে বন্ধুবর
সুখের খোঁজে নিচে নেমে পাও যদি শান্তি বিহীন শুন্য ঘর।
কি হবে আর সে সব দিয়ে অন্তর যদি না হয় অসীম উদার
কিভাবে পাবে বন্ধু তুমি, কেন পাশে দাঁড়াবে তোমার ?
                       :-:-:-:-:-:-:-:-:



বাংলা কবিতা স্মারক