যেথায় দুস্থ্য অসহায় মানুষ,  যন্ত্রনা সীমাহীন l
ব্যস্ত সেথায় তাদের সেবায় জীবনের প্রতিদিনl
সবাই যখন ব্যস্ত ঘুমে, তখন লণ্ঠন হাতে তিনিl
দুস্থ্যের সেবায় ব্যস্ত সেখানে স্বর্গের মায়াবিনীl


বিলাস ব্যাসন আরাম আয়েশ তুচ্ছ করে পথে l
সেথায় ব্যস্ত মানব সেবায় শুধু মুমূর্ষদের সাথে l
সেবার বাণী ছড়িয়ে দিয়েছেন বিশ্বের দরবারে l
তাহার সেবায় প্রাণ পেয়েছে ঐ মুমূর্ষদের প্রাণে l


মানবের মাঝে খুঁজেছেন ঈশ্বর আল্লাহ ভগবান।
মানব সেবায় ধর্ম যে তার,  মহামানবী অবদান।
সেবিকার বেশে ক্রিমিয়ায়, আহত সেনার পাশে।
আদর্শ সেবায় প্রহরায় রত, জমরাজ না আসে।


ফ্লোরেন্স শহর ধন্য হয়েছে প্রথম যার কান্না শুনে l
একালে তিনি সদা বিরাজিত প্রতি মানবের মনে l
মানবের মাঝে ছুটে এলো কোন মায়াবী পরিত্রাতা।
সর্বকালের মহামানবী সে যে  ক্রিমিয়ার ফেরেস্তা l
                       -: :- -: :- -: :-