তুমি স্বপ্ন দেখিও না শীতেও কাটাতে পারে রাত
হাড় কাঁপানো শীতে জড়সড় জীবনের ধারাপাত
কম্বল বিহীন শীত যাবে কেটে নেই হারাবার ভয়
জীবন যুদ্ধ বর্ষা ও শীতেই নতুন কিছু তো নয়।


তোমার সাড়ে তিন হাত কম্বল কবরের চাদর হবে
সেদিনও ভাবেনি এমন অতীত কল্পনার অনুভবে।
বুকের পাঁজর পিষে ছুটছে যখন সর্বহারার দল
করুণ চিৎকার কিশোরীর মুখে দাও একটু জল!


মানুষের জীবন খুব সস্তা তিন হাত কম্বলের চেয়ে
ছুটছে মানুষ কম্বলের আশায় বুকের পাঁজর বেয়ে
এর চেয়ে শীত বেশি ভালো দেখানো স্বপ্নের ভিড়ে
যেত না অকালে প্রাণ হাজার পায়ের তলায় পড়ে


এবারও শীত পার হয়ে যেত বস্তা জড়ায়ে গায়ে
বাবুদের খেয়ালে প্রাণ গেছে হাজার লোকের পায়ে
স্বপ্ন দেখার নেই অধিকার হাড় কাঁপানো শীতের দেশে
স্বপ্ন দেখায় পূরণ করে না একটুও ভালোবেসে।
                      :-:-:-:-:-:-: