ওই দেখো ওই দূরে শিশিরে পড়েছে আলো
ওই দেখো ঝাড়বাতি পেয়েছে পথের ধুলো
ঘুরে ফিরে আলো ছড়ায় হাজার পথের বাঁকে
রঙ্গীন আলো ছড়ায় কত না পাতার ফাঁকে।


আকাশে আবীর ছড়ায় সূর্য ওঠার আগে
আঁধার নিয়েছে ছুটি আলোর অনুরাগে
কে যেন দিয়েছে ছটা আকাশে মেঘের গায়ে
কে হেঁটেছে পূর্বাকাশে রাঙ্গা আলতা পায়ে


মেঘেরা নিরব যেন দাড়িয়ে আকাশের বুকে
উড়ে যায় পানকরি দুর নীলিমায় ঝাঁকে ঝাঁকে
শিউলি ফুলের পাঁপড়ি মেলে নব অনুরাগে
শীতের সকালে মনের দুয়ারে সুপ্ত বাসনা জাগে।
                    :-:-:-:-:-:-: