জন্মভূমি মুর্শিদাবাদ, শোনা এই জেলারই কথা।
পথের ধুলায় মিলিয়ে আছে হাজারও মর্মব্যথা
যেথায় ছিলো স্বাধীন নবাব ছিলেন স্বাধীন প্রজা।
স্বপ্ন ছিল শান্তিনীড়ে, ছিলেন স্ব-শাষিত রাজা॥


সোনায় মোড়া এদেশ ছিল,  গোলায় ছিল ধান।
পুকুর ছিল মাছে ভরা, বরজে ছিল মিঠে পান॥
শস্য ছিল সোনার মাটিতে, ছিল সে পাখির গান।
সোনায় সাজানো পূণ্যভূমিতে ছিল নবীন প্রান॥


নবাবের দেশে নেইকো নবাব নেইতো সেই প্রজা।
সোনার দেশ শোষিত হয়েছে কোথায় সেই রাজা?
হাজার বেকার হকার এখন ভিনদেশে দেয় পাড়ি।
লাখো যুবক মুট বয়ে খায় ভাটায় চালায় গাড়ী।


ঝাড়বাতি তো আর জ্বলে না রাজমহলের মাঝে।
রাজমহল তো গুঁড়িয়ে এখন শ্বশ্মান হয়ে আছে॥
হয় না  নৃত্য রাজ দরবারে, নেই সেই মুন্নি বাঈ।
ক্ষুধার  জ্বালায় অসহায় নারী দেহ বেচে খায়॥


হাজার নারী দিচ্ছে পাড়ি ভালো থাকার আশে।  
কুপথে যায় প্রলোভনে চোখেরই  জলে ভাসে॥
চলছে মানুষ বেচাকেনা আমার জেলারই বুকে।
শ্রম চুরি হয় সুকৌশলে ঘরে ফিরছে মলিন মুখে !


মুর্শিদাবাদে বাস করি ভাই মুর্শিদাবাদের ছেলে।
বড় হয়েছি এই জেলাতে বেশ তো হেসে খেলে॥
এই জেলা তো ডুবে হাজার সমস্যার অন্ধকারে।
কেউ কেড়ে খায় আহার, কেউ  কাগজে মারে॥


সবার মাথায় নেই কোন ছাদ, নেই খড়ের চাল।
শীত গ্রীস্ম বর্ষায় ভিজে তাদের চলছে চিরকাল॥
একশো দিনের কাজ পাওয়া যায় কমিশন দিলে।
অনুদানপ্রাপ্ত ঘর পাওয়া যায় অর্ধেক টাকা নিলে॥


অসম্পুর্ন মেডিক্যাল কলেজ দাঁড়িয়ে জেলার বুকে।
নাগালের বাইরে পরিষেবা শুধু মরছে গরীব ধুঁকে॥
দালালরাজে ব্যাহত এখন জেলার অনেক পরিষেবা।
রক্ষক যদি রক্ষা না করেন,  কে দেবেন পরিষেবা ?
               -::- -::- -::-
              10/02/2018