আকাশের বুকে পূনির্মা চাঁদ
চাঁদ যেন চাঁদির থালা।
আকাশ জুড়িয়া মধুর জ্যোৎস্না
হাজার তারার মেলা।
চাদিঝরা জ্যোৎস্না রাতে
বাতাসে জুঁই এর সুবাস।
উর্দ্ধ গগনে আলোর রস্মি
নিচে জোনাকির আভাস।
জুঁই সু-গন্ধে মেতেছে জোনাকি
ভূতল করেছে আলো।
চাঁদের মতো নাই বা হল
তবু ও অনেক ভালো।
বন মাঝে জুঁই এর পাশে
জোনাকির আনাগোনা।
তার সুবাসে হৃদয় মাতিল
মন হলো আনমনা।
জুঁই গাছটি তুলে এনে
স্ব-যত্নে বসালাম টবে।
দিলাম জল আলো বাতাস
শুকিয়ে গেলো কবে।
---- o ----