নুর সামুই এর বিয়ে
            গায়ে হলুদ দিয়ে।
একশো তেইশ বরযাত্রী
            সপরিবার নিয়ে।


পাত্র মশায় প্রবীণ যুবক
            বয়স একশো কুড়ি।
পাত্রী হলেন মাঝ বয়সী
            ষাট বছরের বুড়ি।


চার খোকা পাত্র সেজে
            গেছেন শ্বশুর বাড়ী।
তিন বউ তো গোরস্থানে
            চারে চেপেছে গাড়ী।


ছেলের বয়স আশি এখন
            মেয়ের বয়স তেরো।
নাতীর বয়স পঞ্চাশ পার
            নাতনির হল বারো।


একটি গায়ে বসত করে
            নুরের বংশ ধর।
চারিদিকে তার সৈন্য সেপাই
           আটচালা এক ঘর।


হাতে লাঠি বগলে ছাতা
           পায়ে খড়ম জুতো।
ঘুরছে পাত্র বনবন করে
          ধূতিতে বাঁধা সুতো।


জাঁকজমকে বিয়ের আয়োজন
              ফেলেছে সাড়া দেশে।
পুত্র সমান  শ্বশুর মশায়
              কন্যা সম্প্রদান শেষে।


দাদুর পরে নাতীর বিয়ে
              নাতনির পরে মেয়ে।
সবার পরে আবার ফিরে
             নুর সামুই এর বিয়ে।
           ---- ০ ----