আর কতদিন লুকিয়ে খুকু প্রেম নিবেদন গভীর বনে।
তোর ছবি যে পড়ছে ধরা গাছের ছায়ায় প্রতি ক্ষনে।


আর কতদিন লুকোচুরি চলতে ফিরতে কাজের মাঝে।
চলবে কদিন দেওয়া নেওয়া লুকিয়ে চিঠি শাড়ীর ভাঁজে।


আর কতদিন গোপন ভাবে চলবে আসা যাওয়া।
আর কতদিন এদিক ওদিক গোপন চোখে চাওয়া।


আর কতদিন মুচকি হাসি বাঁকা ঠোঁটের ফাঁকে।
সবুজ সংকেত মৃদু ইশারায় ডাকছে কেবা কাকে।


আর কতদিন চোখ এড়িয়ে ঘুরবি গ্রামে গঞ্জে।
তোর ছায়া তোর পিছনে ঘুরছে সারা পথ যে।


আর কতদিন ঘুরবি বাজার কিনবি কানের সোনা।
আর কতদিন পার্কে বসে দেখবি চাঁদের কণা।


আর কতদিন দেখবি সিনেমা বসে পাশাপাশি।
আর কতদিন চলবে এভাবে গোপন হাসাহাসি।


আর কতদিন ফুচকা খাবি এক প্লেটে রেখে।
আর কতদিন মুখ লুকাবি চেনা মুখ দেখে।  
               ---- ০ ----