নারী চরিত্র বড় বিচিত্র
নারী নহে শুধুই নারী।
কখন সে মমতাময়ী
কখন রুদ্র মুর্তি ধারি।


কখন মাতা কখন ভগ্নি
কখন গৃহিণী রুপে।
কখন সে হয় পরাশ্রিতা
বন্দি অন্ধ কূপে।


কখন সে স্তন্য দায়িনী
পরিপূর্ণ এক মাতা।
স্নেহভরা মায়ার আঁচলে
শিশুর আশ্রয় দাতা।


কখন কোলের ক্ষুদ্র শিশু
ছুড়ে দেয় ডাস্টবিনে।
কখন সে দুহাত রাঙ্গায়
অসহায় শিশুর খুনে।


নিজের জীবন বিপন্ন করে
কাউকে আলো দেখায়।
কাউকে আবার মন্দ ছেড়ে
কখন ভাল শেখায়।


কারো আবার অমৃত কেঁড়ে
বিষের পেয়ালা দেয় হাতে।
সুখের ঘরে লাগায় আগুন
অসুখে বিষ দেয় খেতে।
       *******