মাঠের ধারে পুকুর জলে চাঁদ নেমেছে ঐ।
মাগো তোমার সেই অসহায় কালো মেয়ে কই ?
সকাল বিকাল সন্ধ্যা হলে দিতে যাকে গালি।
কালো রঙের অবহেলায় দিতে ভাতের থালি।
আদর সোহাগ দাওনি যাকে দিয়েছো অবহেলা।
ঘৃণায় শুধু দিয়ে গেছো দাওনি কখন দোলা।
আশার আলো দাওনি কখন নিরাশ করেছো তুমি।
সুখের পরশ দাওনি কখন দুঃখ পেয়েছি আমি।
জ্যোৎস্না রাতে তারার মাঝে খুঁজবে যখন আমায়.
তোমার পাশে দাড়িয়ে থেকে দেখব আমি তোমায়।
দেখবে তখন তোমার থেকে হারিয়ে গেছি আমি।
কেমন করে থাকবে মাগো, আমি বিনা তুমি...
এদিক ওদিক খুঁজবে শুধু, খুঁজবে স্মৃতির কোণে...
ফ্রেমের মাঝ বন্দি তখন তোমার গভীর মনে।
হঠাৎ কোথাও আমায় দেখে দাড়িয়ে যাবে তুমি।
স্মৃতির মাঝে দেখবে তুমি যেখানে নেই আমি।  
তোমার আমার লুকোচুরি চলবে নিত্যদিনে...
ছায়ার মাঝে আমায় দেখে হয়তঃ নেবে চিনে।
হয়ত আমি থাকব নাক, থাকবে আমার ছায়া।
তোমার স্মৃতির আঁচল জুড়ে থাকবে শুধু মায়া।
তোমায় ছেড়ে তখন মাগো অনেক দূরে যাব।
অবহেলার অনেক দূরে নতুন জগৎ পাবো।
তখন তুমি কেমন করে আমায় গালি দেবে।
কালো মেয়ের কেমন করে তখন বিয়ে হবে।
কালো মেয়ের কালো ইতিহাস অন্ধকারে থাক।
মেকি এমন সভ্য সমাজ যাক না চুলোয় যাক।
   যার গাত্র ঘন কৃষ্ণবর্ণ কৃষ্ণ কালো চুল।
সভ্য যুগের ইতিহাসে কি জন্ম নেওয়া ভুল ?


17/11/2014 at 11.00 pm