ব্যক্তি যখন  নিরাপত্তাহীন কিসের স্বাধীনতা.
পথের ধূলায় মূল্যবোধ সেটা নয়কি পরাধীনতা ?
চুরি ছিনতাই খুন ধর্ষণ দিকে দিকে রাহাজানি.
মূর্খের হাতে ধ্বংসের চাবি রক্তে ভাসছে গুণী !
শুভ অশুভের নিবিড় লড়াই, পদে পদে প্রতিরোধ -
স্বাধীনতা শুধুই নামেই বহাল পথে ঘাটে অবরোধ.
স্বাধীনতার স্বাদ পাইনি এখনো সেই যে কাজের মেয়ে.
ছুটছে মজুর কোদাল নিয়ে , বাঁকা মেঠো পথ দিয়ে.
সবার ঘরে নাইতো অন্ন, সবার নেই কেন বাসস্থান ?
ষ্টেশনে খোঁজে ঘুমাবার জায়গা, ঘুম শেষে প্রস্থান!
মানুষ কেন খাবার খোঁজে ফুটপাথে ডাস্টবিনে?
ক্ষুধার জ্বালায় কাঁদে কেন শিশু চেয়ে আকাশ পানে ?
সামাজিকতা নেই যেখানে, সেখানে কিসের সমাজতন্ত্র.
প্রজা রূপে যেথায় হয়না পূজিত কিসের সে প্রজাতন্ত্র ?
সমান বন্টন হয়না যেথায়, কেন মুখে সমতার বড়াই ?
মানুষ যে আজ পশুর অধম কেন তপ্ত জাতের কড়াই ?
গো-মাতার সেবায় সদা জাগ্রত, নিজের মা অবহেলায়.
কাদঁছে জননী কান্ড দেখে পড়ে পথের ধুলায় !
ধুঁকছে শ্রমিক, মরছে কৃষক, পদে পদে পরাধীনতা.
অন্ন বস্ত্র নেই বাসস্থান ! এ কোন স্বাধীনতা ?
                =======
                            15/08/16