প্রতারক তুমি প্রতারণার জাল ছড়িয়েছ বারেবারে
মিথ্যে স্বপ্ন দেখিয়েছো মানুষে অভাবের সংসারে।
হাতিয়ে নিয়েছ শেষ সম্পদ স্বপ্নের মায়াজালে
সজীব স্বপ্ন শ্মশানের পথে প্রতারকের যাঁতাকলে।


নিঃস্ব করেছো কত পরিবার তোমরা করেছো রাজ
ভেবেছো কি তুমি কত পরিবার নিঃস্ব হয়েছে আজ ?
তোমরা তো আছে বেশ মহাসুখে অট্টালিকার পরে
দেখেছো কি তুমি কান্নার রোল প্রতারিতের ঘরে।


পড়েছে বন্ধক ঘটি বাটি সীমিত সঞ্চয়ের সোনা
স্বপ্ন পায়না কুড়ে ঘরে ঠাই, পায় কেবল যাতনা।
প্রতারক যদি প্রতারিত হও সেই দিন বুঝবে তুমি
আসবে কবে সেই শুভদিন জানেন অন্তর্যামী।


তোমার বিবেক দেখায় কি কখনো তোমার অন্যায়
তোমার পাপে ডুবছে দেশ, ভাসছে অশ্রুর বন্যায়।
প্রতারনা করো দুর্বলের সাথে নেইকো তোমার শোক
নরকের কীট কাল সাপ তুমি বেঈমান প্রতারক।


প্রতারক কেবল স্বপ্ন দেখায় করে শুধু সর্বনাশ
তাদের ফাঁদেই পা দিয়ে বলি ভাগ্যের পরিহাস।
ভাগ্য টাকে মানতেই পারি সব খোয়ানোর পরে
সব হারানো স্বপ্ন গুলি বন্দী এখন বদ্ধ ঘরে।
                       :-:-:-:-:-:-:-: