রেশমি রুমাল দিলাম তোমায় হাতের কাছে রেখো
হাজার স্বপ্ন সেথায় আঁকা সময় নিয়ে দেখো।
চলার পথে কাজের মাঝে ভিজবে যখন ঘামে
মুছে নিও ওই নোনা জল এই রুমালের টানে।


আমার রুমাল ধন্য হবে ভিজে তোমার ঘামে
রুমাল চিঠি দিলাম তোমায় মুখ খোলা খামে।
আমার মনের রং তুলিতে রেশমি রুমাল আঁকা
রুমাল পরশে বুলিয়ে নিও আমার হাতের রেখা।


হাজার কথা লেখা আছে রুমালের সুতোর মাঝে
বাঁধভাঙা প্রেম সাজিয়েছি রুমালের প্রতি ভাঁজে।
আমার রুমাল থাকবে যখন তোমার হাতের মাঝে
কল্পনাতে দেখে নিও এ হাত তোমার হাতে আছে!


নিজ হাতে আঁকা একটি রুমাল হৃদয়ের নির্যাস
আদর সোহাগ সব আছে হাজার আনন্দ উচ্ছ্বাস।
কাঠফাটা রোদে মাথায় দিও পাবে শীতল ছায়া
বৃষ্টি হলে মাথায় দিও পাবে আদর সজীব মায়া!
                    :-:-:-:-:-:-:-: