এদেশ যখন পদ দলিত পরাধীনতার গ্রাসে
নিষ্পেষিত এদেশের জনতা বেনিয়া সন্ত্রাসে
তেত্রিসের সেই মনন্তর সারাদেশে হাহাকার
বেনিয়া ব্যস্ত রক্ত শোষণে রাজধর্ম নির্বিকার


তব আগমণ সেই সন্ধিক্ষণে বঙ্গভূমির পরে
প্রতিবাদী সুর ক্ষুরধার কলমে নিষ্পেষিতের দ্বারে।
দুর্বার কলম ঝড় তুলেছে মার্কসবাদী ভাবধারায়
স্বাধীনতার স্বপ্ন ছিল স্বপ্নীল দুই চোখের তারায়


তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা, বক্ষে সাম্যের বাণী
কথা ও সুরে দেখালে তুমি, সমাজের যত গ্লানি।
প্রতিবাদী ভাষা ঠায় পেয়েছে পাণ্ডুলিপির পাতায়
শব্দ সাধনা সাত সনের শোষণ বিরোধী খাতায়।


পুঁজিবাদ ঘেঁষা নিয়মের ঘরে শব্দের কুঠারাঘাতে
ভাঙতে চেয়েছো বিভেদ প্রাচীর নিয়ত প্রতি প্রাতে
সর্বহারার দুঃখ সুখে কেঁদেছে কবির ব্যথিত হৃদয়
প্রতি পাণ্ডুলিপির প্রতি ছত্রে গাঁথা তাদেরই কথায়।


সল্প সময়ের ব্যবধানে সবার মন করেছো জয়
উদীয়মান কবির একুশে সমাপ্তি তবুও মৃত্যুঞ্জয়।
শব্দে ছন্দে গানে কবিতায় ভুবন করেছে জয়
ক্ষয় রোগে যার শেষ যাত্রা, জীবনের পরাজয়।