যে শিশু পড়ছে ঢোলে প্রতিনিয়ত মৃত্যুর কোলে
একটু আদর সোহাগ দিয়ে নিতে পারো কোলে তুলে।
খেলার বয়স হয়নি যাদের তাদের বুকে মারছো বোমা
এ লজ্জা সভ্য সমাজের, আগামী প্রজন্ম করবে ক্ষমা ?


হাতের মুঠোয় ধ্বংসের চাবি বাহুতে আছে অসীম বল
দুহাত রাঙানো শিশুর খুনে বক্ষ জুড়ে নানান ছল।
মরছে গাজা মধ্য প্রাচ্যে সহযোগিতায় পশ্চিমা দেশ
দম্ভে ভরা রুক্ষ হৃদয়, মানবিকতা কোথায় নিরুদ্দেশ!


মানবাধিকার লঙ্ঘিত আজও দিকে দিকে দেশে দেশে
অন্যায় সমরে অসহায় মানুষের খুন মাটির বুকে মেশে।
স্কুল কলেজ চিকিৎসালয় বৃদ্ধ শিশুও নিরাপদ নয়
খেলত যারা পথের পাশে, বক্ষে তাদের মৃত্যুভয়।


বুঝিনি এখনো কিসের লড়াই, মানুষ মেরে ধর্ম যুদ্ধ
প্রেম যদি হয় ধর্মের বাণী হৃদয় কেন তবে অবরুদ্ধ
ধর্ম বর্ণ হয়ত আলাদা ভাষা ভূষণ ভিন্ন প্রায়
তোমাদের মত নয় বলে কি বাঁচার অধিকার নাই?


দুর্বল যারা যুগে যুগে মরে বিনা দোষেও হয় দোষী
ভুলন্ঠিত তাদের অধিকার, বিনা দোষে পরবাসী।
যুগে যুগে মরে সবলের হাতে খুনের পরেও খুন
চেয়ে দেখো অতীত ইতিহাস অন্যায় শত গুণ।
                     -:-:-:-:-:-:-:-:-