তুমি বলেছিলে-
যখন কৃষ্ণচূড়া গুলি লাল হয়ে ঐ সরু পথের পাশে ফুটবে,
আমার হাতে হাত রেখে হাঁটবে
অজানার পথ।
ভুলে গেছো হয়ত
আমি এখন ঐ পথে হাঁটি একা একা,
অপেক্ষা করি কোনো এক সন্ধ্যা আসন্ন বিকেলে,
বকুল ফুলের গন্ধ পাবো-
মিষ্টি হাসি নয়, কোকিলের হাসি শুনবো পিছনে-
ক্ষণিক পরে হাতে রাখবে হাত।
আমি ফিরে চাইবো না,
আমি জানি এ যে তুমি,
আমার কৃষ্ণকলি।
চোখ বন্ধ করে হেটে যাব তোমার সাথে সরু পথে,
অলি গলি হেটে চলে যাব বহুদূর
পাশে থাকবে তুমি,
আমি জানি
আমার কৃষ্ণকলি।