ভাঙা হাড় টা কি আর জোড়া লাগবে?
ঐ মেয়েটি কি আর বুকে সাহস নিয়ে রাস্তায় হাঁটবে?
কখন কি তারা আর- এক নিঃশ্বাসে বলবে,
আমার বাংলা, আমার দেশ।


বুটের লাথির ঘা এখন শুকায় নি-
রক্ত এখনও কাঁচা পিচের মত থকথকে- লেগে আছে পিঠে,
আর ঐ তো, শকুনির চোখ তুলে নেওয়া গল্পকার গণ,
বাতাসে রটায়- গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র ।


বেশি দিন হয় নি, পশ্চিমের প্রহারের।
মাত্র কয়েক দশক হবে-
এখন পাখির গানে বিদ্রোহী কবিতার গন্ধ পাওয়া যায়,
ভেসে আসে কিছু গুলির শব্দ বাতাসে।


এখন এখানে ক্ষমতার নেশায় মত্ত তারা-
সামনে তাদের কিছু কুকুর আর শ্মশান ।
তন্ত্রের তান্ত্রিক মন্ত্র পড়ে-
গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র ।