সুখী মা আর বাবার-
তিন সন্তানের প্রথমা মৌ,
বয়স আঁঠারো ছুঁই ছুঁই
তিন ভাই বোনের ছোট
একটি সংসার ওদের,
সব বন্ধুদের প্রিয় ছিলো মৌ
আনন্দে কাঁটেছিলো স্কুল জীবনও,
প্রেমের আঘাত বোঝেনি সে আগে
সব স্বপ্ন দমকা বাতাসে
নীমেসেই নিভে গেলো তার
জীবনের একটু খানি আশা,
দু-চোঁখের স্বপ্নকে মৌ
মনের চৌকাঠে চারপাক ঘুরিয়ে
নিস্তব্দে বালিশে রেখে দেয় এখন
আখির আঁঠালো জলের ছাঁপে,
না পাওয়া ভালবাসা না দেখার
ব্যাথায় শয্যাশয়ী সে এখন,
শুধু একটি কথা বলার
অপেক্ষায় আছে সেই মৌ,
পেতে পারে সময়ের স্রোতে
এই প্রতিক্ষায় পাথর হয়ে
কাউকে বঞ্চিত হওয়া থেকে
লুকিয়ে রেখে নিজেকে মৌ
বাঁচতে চায় সামান্য হলেও।