আমি আর হতে চাই না তোমার স্বার্থের চাবি
আর হতে চাই না বলদের গলার ঘন্টার দড়ি
স্বার্থপরতা-লোলুপতা আশা-আকাঙ্খা
দাবির সীমানা ছাড়িয়ে হতে চাই মুক্ত


আমি আর হতে চাই না বিজ্ঞানী-পন্ডিত
দ্বিগজ...হতে চাই না সময়ের কেনা গোলাম
জাঁদরেল-কালো মিশমিশে অন্ধকারে
চাই যেতে হারিয়ে হতে চাই মুক্ত


আমি আর হতে চাই না আহামরী
বাহবা-প্রশংসনীয়...হতে চাই না
শীতল জলের স্পর্শ
আগুনের আচেঁ পুড়তে চাই
নিভিয়ে সব আলো হতে চাই মুক্ত


আমি আর হতে চাই না ধনী-দরিদ্র
ভাল-মন্দ...হতে চাই না ফুলের গন্ধ
শুধু রক্তমাখা গন্ধ হাতে হতে চাই মুক্ত...!