ঘন অন্ধকারে দীপ জ্বেলে যায় তারার দল
বন্ধ মেঘের দরজা ঠেলে উকিঁ মারে চাঁদ
সপ্তর্ষির জ্বলন্ত অগ্নিপিন্ড ছুঁড়ে ফেলে
ঘুটঘুটে আধাঁর, জোনাকির আলোজ্বলা
দল ছুটে এসে উড়িয়ে দেয় অন্ধ হাওয়া
অন্ধ পরিবেশ পায় একমুঠো আলো
একমুঠো আলো পায় সজীব প্রাণ
প্রাণের দোলা জাগায় আনন্দ আর
...আর সেই আনন্দে ধুয়ে-মুছে যায়
অন্ধকারের জরা-জীর্ণতা নিস্তব্ধতা-নীরবতা...!