জ্বলছে শহর জ্বলছে গাড়ি
শহর জুড়ে মহামারি
পুড়ছে দেহ পুড়ছে মন
অশান্তিতে সারাক্ষণ
কালো জগতের কালো কাজ
পড়ছে মাথায় বিশাল বাজ
ছল-চাতুরি-নোংড়ামিতে
ভরছে শহর আলসেমিতে
বিশাল নয় এ ছোট ব্যাপার
বলছে নেতা-চ্যানেল-পেপার
ছোট্ট শিশু মাতৃহারা
গলছে শহর বসুন্ধরা
এত কিছুর পরেও বলি
আমরা বাংলা মায়ের সন্তানকলি...!