দরজা খুলে চৌকাঠ পেরিয়ে গলি
গলি থেকে সোজা বড় রাস্তা
রাস্তা পেরিয়ে হাইওয়ে
ঠিক তেমনি জন্ম-কর্ম-মৃত্যু
দায়িত্ব থেকে কর্তব্য
কর্তব্য থেকে অধিকার
অধিকার থেকে জোর
আসে ছিনিয়ে নেওয়ার
ঠিক তেমনি আশা-আকাঙ্খা
লোভ-লালসা চাওয়া-পাওয়া
সীমানা লঙ্ঘনের হাতছানি
না পাওয়ার হতাশা
আসে নিরাশা
ঠিক তেমনি সবকিছু ছাপিয়ে
মৃত্যুর কোলে ঢলে পড়া
...যদি চাও....
যাও তবে চৌকাঠ পেরিয়ে...!