ছুটছে মানুষ ছুটছে গাড়ি ছুটছে দুনিয়া
ভন-ভন-ভন ঘুরছে মাথা কথা শুনিয়া
চলার পথে আসার পথে নেই কোন ঠেক
কাজের চাপে হয়েছি পাগল নেই কোন ব্রেক
আকাশ-পাতাল মানুষ মাতাল টাকার অঙ্কে
টাকা ছাড়া দুনিয়া বেকার থাকে না কেউ সঙ্গে
লাফিং বুড্ডা কিনছে কেউ ঘরের সুখেতে
মারছে লাথি ক্যাৎ-ক্যাৎ-ক্যাৎ দুখের মুখেতে
কানাঘুষো নেতারা সব করছে বারোমাস
কাজের বেলা অদৃশ্য সব গরমে হাস-ফাস
চাপ-চাপ ভাই একটু চাপ সরে দাড়াঁ তোরা
ধনীর মেয়ের বিয়ে যে আজ সোনায় সে মোরা
দীন-দুখীনির কথা তুমি বোল না তো আজ
টাকার মাঝে বেকার কথা শুনতে লাগে লাজ
ব্যস্ত মানুষ ব্যস্ত জগৎ আছে চোখ বুজে
চলতে গিয়ে চলার পথে পেলাম আমি খুঁজে...!