মেঘলা দিনে আকাশ পানে
করছে মন প্রশ্ন?
বলছে যেন কানে-কানে
শ্রাবণ-আষাঢ়ের চিহ্ন।
একলা যদি পারো তুমি,
লাগাও তবে বাজি।
গ্রীষ্মের প্রখর রৌদ্র স্রোতে
বর্ষা তুমি মাঝি।
বারিধারার অতল স্রোতে,
দাঁড় কেটে যে যাও...
বনপলাশির সবুজ ধারায়
মনটাকে যে ভাও!
করছ তুমি কেবলই খেলা,
করছ বাজিমাত।
এই বর্ষায় মনের মধ্যে
জাগছে অনেক সাধ।
টুপটাপ্‌-টুপ শব্দরাজি,
লাগছে কানে মধুর।
বর্ষা তুমি যেও না আজি,
যেও না তুমি সুদূর।