আলো-আধারির ছবি ফুটে ওঠা শুনশান
চারপাশে বাঁধভাঙ্গা চাঁদের হাসি ভেঙেছে
স্তব্ধতা...অশরীরী প্রেতাত্মা মহিমারূপী
মেঘ সাদা দাঁত বের করে অলৌলিক
ভরে চেপে ধরেছে চুপি-চুপি...


কূলকূল বয়ে চলা ওপারের নদীটি
শান্ত বসনা পরে হাঁটে সুখপাখিটি
ভাটিয়ালি গান গাওয়া মাঝির মনের
সুখ শীতল বাতাস মূক প্রকৃতির বুকে
পেয়েছে ভাষা...জানায় সে আছে সুখে
যেখানে ফেলে গিয়েছিল প্রকৃতির ভালোবাসা!