দিকে-দিকে জ্বলছে আগুন বাঁচাও
হে ধরনী, রংমশালের রঙের বাহার
সপ্তর্ষির আলোর ফুলকি
সাতরঙা রামধনুতে তপ্তরাশির
জুড়ি মেলা ভার, স্বচ্ছ হীরের
স্ফটিক বাহার জ্বলছে মনে রাশি-রাশি


জ্বলছে বধূ জ্বলছে বনানী জ্বলছে
সিগরেট... নাড়িভুড়ি সব চটকে
নিয়ে জ্বলছে মার্কেট, জ্বলন
জ্বালার সুরসুরিতে নিভছে ক্ষুধার
জ্বালা... নিভছে না কেন মনের
বাসনা, ...কান পেতে বোবা-কালা


জ্বলছে কড়াই গরম তেলে, সাপের
মণি জ্বলা ছেড়ে পাচ্ছে স্বর্গসুখ
রাতের শকুন, দিনের হায়না
জ্বলছে পেট খাবার পায় না
মন্ত্রী-নেতা-চাষীর দল জ্বলছে
রাগে ফুসছে আগুনে
মারণ মশাল জ্বলছে কঠিন
....কঠিন এ মাস ফাগুনে...!