দিনের অবসন্নতা বুঝি কাটল না আজও
জীবনের গভীর রঙে নতুন নতুন ক্যানভাস
হাতছানি দেওয়ার মত বহুশত মানুষের হাত
আর দিনে-দুপুরে লোভী জীবনাকাঙ্খা
কেমন করে বোঝাই এলো পাগল মনকে
আর না দেখো না নতুন স্বপ্নের ঘোর
কাটিয়ে এবার চলো নতুন যাত্রার দিকে
আকাশের গায়ে যেমন কালো মেঘের
স্তর... আর পারি না ভাবতে নিঃশব্দে
গুমরে থাকা না চাওয়া না পাওয়া
আলুলায়িত কেশের ভারের মত নবীন
প্রাতের আশা- বাঁচতে চায় মন-প্রাণ
...তুমি বাড়াও হাত এগিয়ে আসো
জীবন চায় মুক্তির হাওয়া আর মুক্ত
হওয়ার আনন্দ...আর তাই বুঝি বারবার
খুঁজে ফেরে জীবনের ক্যানভাসে নতুন
নতুন রং তুলি আর নতুন মুখের সারি...